কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘এই দেশে কোনো বিচার নেই, কে করবে বিচার’

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে চিরঘুমে চলে যাওয়া মুরসালিনের মরদেহের ময়নাতদন্ত চলছিল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। বাইরে অপেক্ষায় ছিলেন স্বজনেরা। ছিলেন মুরসালিনের বড় ভাই নূর মোহাম্মদও। উপস্থিত সাংবাদিকদের তিনি বললেন, ‘এই দেশে কোনো বিচার নেই। কে করবে বিচার?’ খানিক দূরে গিয়ে তিনি কিছুক্ষণ অঝোরে কাঁদলেন।

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণিবিতানের মালিক-কর্মচারীদের সংঘর্ষে আহত অবস্থায় মো. মুরসালিনকে (২৪) ঢাকা মেডিকেলে নেওয়া হয়। নিউ সুপার মার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন মুরসালিন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে মারা যান ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন মুরসালিন।

মৃত্যুর পর মুরসালিনের লাশ পাঠানো হয় মর্গে। মর্গের বাইরে সকাল থেকে অপেক্ষায় ছিলেন স্বজন ও পরিচিতজনেরা। বেলা একটার দিকে মর্গে গিয়ে মুরসালিনের ভাই নূর মোহাম্মদকে ক্লান্ত-শ্রান্ত অবস্থায় দেখা গেল।

নূর মোহাম্মদ আরও বলেন, তাঁদের বাবা বেঁচে নেই, মা আছেন। মুরসালিন বিয়ে করেছিলেন। তাঁর দুটি সন্তান রয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে তিনি আলাদা থাকতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন