কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মহাসচিবকে চিঠি পাঠিয়ে বিতর্কে বিএনপি নেতা

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি হতে চান সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। নিজের সক্ষমতা প্রমাণে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দ্বারা চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে। যদিও বিএনপির গঠনতন্ত্রে এরকমভাবে প্রার্থী নির্ধারণের কোনো সুযোগ নেই। তারপরও চিঠি আকারে এই আবেদন প্রদানের বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লেখা ওই চিঠিতে ইউনিয়ন পর্যায়ের ৫১ জন নেতার স্বাক্ষরসহ সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। এই চিঠি ফাঁস হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন আব্দুল হামিদ। জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, অস্থিরতা।

বিএনপি নেতাদের মতে এই চিঠি নিয়ে বিতর্কের পেছনে রয়েছে আরও বড় কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, বার বার কমিটি গঠনের তারিখ পরিবর্তনের কারণে উপজেলা বিএনপির নেতারা বেশ উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। তারা মনে করছেন আব্দুল হামিদের চাপে খোদ বিএনপি মহাসচিব যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারছেন না। তাই বারবার তারিখ পরিবর্তন করছেন। চিঠি ফাঁসের আগেই দলে ভাঙনের সুর ছিলো। এখন এই চিঠি ফাঁস আগুনে তেল ঢালার কাজ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন