কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জাপানে আট দশক ধরে ইসলামের আলো ছড়াচ্ছে কোবের মসজিদ

আট দশক আগে জাপানের কোবে নগরীতে তৈরি হয়েছিল দেশটির প্রথম সমজিদ।সেই থেকে এখন পর্যন্ত জাপানে ইসলামের আলো ছড়াচ্ছে এ মসজিদটি।


১৯৩৫ সালে কোবের নাকায়ামাতে ডোরি এলাকায় নির্মিত হয় তিনতলা বিশিষ্ট এ মসজিদটি। খবর আরব নিউজের।

সাদা মার্বেল পাথরে তৈরি চমৎকার এ মসজিদটির নকসা করেছিলেন চেক আর্কিটেক্ট জ্যান যোসেফ সিভাগর।

নামাজ পড়া ছাড়াও এখানে ইসলাম চর্চার জন্য রয়েছে ইসলামিক কালচারাল সেন্টার।১৯৩৫ সালের ২ আগস্ট শুক্রবার মো. ফিরোজউদ্দিন মসজিদটি উদ্বোধন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন