কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রান্নাঘরের সিঙ্ক পরিষ্কারের সহজ উপায়

রান্নাঘরের সিঙ্ক সবচেয়ে বেশি নোংরা হয়ে থাকে। এ কারণে কিছুদিন পরপরই পানি আটকে যাওয়ার সমস্যায় পড়তে হয়। এর ফলে রান্নাঘরও নোংরা হয়ে পড়ে। সবজি ধোয়া থেকে ষুরু করে বাসন মাজাসহ সব ধরনের কাজই রান্নাঘরের সিঙ্কে করা হয়।

মাছ, মাংস, শাকসবজি ধোওয়ার পর সিঙ্ক ভালো করে পরিষ্কার না করলে সেখানে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে পারে। এছাড়া নিয়মিত সিঙ্ক পরিষ্কার করা না হলে পানি আটকে যাওয়ার সমস্যায় পড়তে হয়।

জেনে নিন কীভাবে পরিষ্কার করবেন রান্নাঘরের সিঙ্ক- >> সিঙ্কে যে কোনো কাজ করেই সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলুন। সিঙ্কে কখনো দীর্ঘক্ষণ বাসন ফেলে রাখবেন না। খাবারের তেল পানির সঙ্গে মিশে পুরো সিঙ্কে তেলের আস্তরণ পড়ে গেলে তখন পরিষ্কার করতে কষ্ট হয়ং। তাই যখনকার বাসন তখনই পরিষ্কার করে নিন। >> এরপর একটি স্পঞ্জে বাসন মাজার তরল সাবান নিয়ে ভালো করে সিঙ্ক ঘষে নিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন