কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে হিজাব বিতর্কের রেশ না কাটতেই শুরু ‘হালাল’ বিতর্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে হিজাব বিতর্কের রেশ না কাটতেই নতুন করে শুরু হয়েছে ‘হালাল’ বিতর্ক। রাজ্যের কোনো কোনো জেলায় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘হালাল’ মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে। একাধিক স্থানে ‘হালাল’ মাংস না কেনার জন্য প্রকাশ্যে প্রচার চলছে। বিলি করা হচ্ছে প্রচারপত্র। জবরদস্তি দোকান বন্ধ করার হুকুমও দেওয়া হয়েছে বহু মাংস বিক্রেতাকে। তা নিয়ে অশান্তিও হয়েছে। বেশ বোঝা যাচ্ছে, আগামী বছরের মাঝামাঝি রাজ্য বিধানসভার নির্বাচনের আগে গোটা রাজ্যে ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করতে রাজ্যের শাসক বিজেপি তৎপর।

মেরুকরণের এই চেষ্টা শুধু কর্ণাটকেই সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী পদুচেরি ও মহারাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে কিছুদিনের মধ্যেই শুরু হবে পৌরসভার ভোট। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) দায়িত্ব পেতে সব সময় লড়াই হয় বিজেপি, শিবসেনা, কংগ্রেস ও এনসিপির মধ্যে। দেশের মধ্যে সবচেয়ে ধনী এই পৌরসভা এলাকা একটা সময় ছিল শিবসেনার গড়। কিন্তু বালঠাকরের মৃত্যু ও শিবসেনায় ভাঙনের পর বিজেপি মাথাচাড়া দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন