কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়াকে ঠেকাতে না পারলে নিরাপত্তা পরিষদ ভেঙে দিন: জেলেনস্কি

কালের কণ্ঠ ইউক্রেন প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ০১:৪০

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড বন্ধ করার উপায় খুঁজে না পায় তবে এটিকে ভেঙে দেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে প্রমাণ হবে যে ‘কথোপকথন ছাড়া আর এর কিছুই করার নেই’। মঙ্গলবার নিউ ইয়র্ক সময় সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভিডিও লিংকের মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।  


রাশিয়া আক্রমণ শুরু করার পর এই প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।


জেলেনস্কি আন্তর্জাতিক মহলের কাছে বুচা শহরের বেসামরিক লোকজনের ওপর ‘রুশ সেনাদের নৃশংসতার’ বর্ণনা দেন ও একটি ভিডিও উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, রুশ সেনারা সেখানে স্রেফ মনের আনন্দের জন্য মানুষ মেরেছে।


জেলেনস্কি বলেন, ‘বিশ্ব এখনো সব দেখতে পায়নি। অন্যান্য শহরেও বুচার মতো দৃশ্য বের হবে ‘ ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের বুচা শহর থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর সেখানকার রাস্তায় সাধারণ মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও