কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শত শত একর জমির বোরো ফসল পানির নিচে

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার শত শত একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এলাকার ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আরো বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামের কৃষক মো. ইদ্রিছ আলী বলেন, নিম্নাঞ্চলের হাজারো একর বোরো ধানের জমি অকাল বন্যার পানিতে তলিয়ে গেছে।

উপজেলা সদরের কৃষক মনির হোসেন বলেন, তাঁর নিজের মালিকানাধীন প্রায় ২০ একর জমির ধান পানির নিচে চলে গেছে। লক্ষীপুর গ্রামের কৃষক আনোয়ার হোসেন, আব্দুর রউফ জানান, তাঁদের ১৫ একর জমির ফসল পানিতে নষ্ট হয়েছে।

এদিকে, খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, চলতি বছর খালিয়াজুরিতে মোট ৫২ হাজার ১৬৬ একর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ক্ষতি হয়েছে প্রায় ৩০০ একর জমির ফসল। গত ৩০ মার্চ থেকে ২ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে এসব জমি তলিয়েছে। খালিয়াজুরী সদর ইউনিয়নের কীর্তনখলা হাওর, চুনাই হাওর, বাদিয়ারচর হাওর, টাকটারের হাওর, মনিজান হাওর, লেবরিয়া হাওর, হেমনগর হাওর চাকুয়া ইউনিয়নের গঙ্গবদর হাওর, নয়াখাল হাওর, গাজীপুর ইউনিয়নের বাগানী হাওর ও ডাকাতখালি হাওরের অধিকতর নিম্নস্থানে ও ফসলরক্ষা বাঁধের বাইরে আবাদ করা ওই সব তলিয়ে যাওয়া জমির ফসল ছিল দুধ ও দানা পর্যায়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন