কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যে রোগে চুল পড়ে যায়

অ্যালোপেশিয়া কী?

শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেক সময় ভুল করে চুলের ফলিকলগুলোকে আক্রমণ করে বসে। এতে চুল পড়ে যেতে থাকে। এই রোগকেই বলে ‘অ্যালোপেশিয়া আরিয়াটা’। এতে ত্বকের ক্ষতি হলেও এর বাইরে কোনো স্বাস্থ্যঝুঁকি হয় না। বয়স, লিঙ্গভেদে যে কারো এ রোগ হতে পারে। সাধারণত ৩০ বছরের আগেই এ রোগ দেখা দেয়। আক্রান্ত প্রতি পাঁচজনের একজন জিনগত কারণে এই রোগে আক্রান্ত হন। অ্যালোপেশিয়া হলে খুব দ্রুতগতিতে চুল পড়তে থাকে।

কারণ

গবেষকরা এখনো বের করতে পারেননি কেন ইমিউন সিস্টেম চুলের ফলিকলকে আক্রমণ করে। তবে তাঁদের ধারণা, জিনগত কারণের সঙ্গে পরিবেশগত কারণও থাকতে পারে।

প্যাচি, টোটালিস ও ইউনিভার্সালিস—এই তিনভাবে এই রোগকে ভাগ করে থাকেন বিশেষজ্ঞরা।

কয়েনের মতো ছোট ছোট গোল জায়গাজুড়ে চুল পড়ে যায়। ফলে মাথার কোথাও কোথাও চুল থাকে। এ অবস্থাকে বলে ‘প্যাচি’। আর যাঁদের মাথায় কোনো চুলই আর অবশিষ্ট থাকে না তাঁরা ‘টোটালিস’ বিভাগে পড়েন। অন্যদিকে যাঁদের শরীরে চুল, লোম ও চোখের পাপড়ি কিছুই থাকে না তাঁরাই ‘ইউনিভার্সালিস’ বিভাগের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন