কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাড়িতে কি পোষ্য কুকুর রয়েছে? অন্দরসজ্জায় কোন পরিবর্তনগুলি না করলেই নয়

বাড়িতে সদ্য কুকুর ছানা নিয়ে এসেছেন? তাকে কী খাওয়াবেন, কী খাওয়াবেন না, কখন কোন টিকা দেবেন— এ সব কিছুর তালিকাই নিজে হাতে তৈরি করেছেন? তবে এখানেই আপনার দায়িত্ব শেষ নয়। আপনার বাড়িটিকেও তার থাকার উপযোগী করে তুলতে হবে। বাড়িতে পোষ্য থাকলে কী কী মাথায় রেখে চলবেন? ১) বাড়িতে পোষ্য কুকুর বা বিড়াল থাকলে মেঝেতে ম্যাট, মাদুর কিংবা কার্পেট না রাখাই শ্রেয়।

মেঝেতে কার্পেট পাতা থাকলে পোষ্যের হাঁটাচলা করতে অসুবিধা হয়। তা ছাড়া তাদের গায়ের লোম, মল-মূত্রে কার্পেটটি অপরিষ্কার হলে আপনারই কাজ বাড়বে। এ ক্ষেত্রে ব্যাক্টেরিয়া সংক্রমণেরও ঝুঁকি থাকে। ২) রকমারি সরঞ্জাম দিয়ে ঘর সাজাতে আমরা সবাই ভালবাসি! তবে বাড়িতে পোষ্য থাকলে তার হাতের নাগালে কোনও রকম ভঙ্গুর জিনিসপত্র ভুলেও রাখবেন না। ওষুধপত্রও পোষ্যের থেকে দূরে সরিয়ে রাখুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন