কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সংলাপ জরুরি, তবে অ্যাজেন্ডা ছাড়া সংলাপ অর্থহীন

সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ১৩তম নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার দুই সপ্তাহের মাথায় শরিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগ ও আলোচনায় সরকারের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রধানত রয়েছে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজের প্রতিনিধি ও অন্যরা। ১৩ মার্চ বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে ৩০ জনকে আমন্ত্রণ জানালেও মাত্র ১৩ জন উপস্থিত হয়েছিলেন। অর্ধেকের বেশি অনুপস্থিত ছিলেন। আমি মনে করি, নির্বাচন বা নির্বাচন কমিশন নিয়ে ভিন্নমত পোষণকারীরা উপস্থিত হয়ে তাঁদের কথাগুলো বলতে পারতেন। এরপর ২২ মার্চ নির্বাচন ভবনে দেশের বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ করে ইসি। এতে ৩৯ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ১৯ জন।

দুটি আলোচনাই ছিল অ্যাজেন্ডাবিহীন। কারণ, আলোচনার সারবস্তুর অভাব সেখানে দেখা গেছে। অ্যাজেন্ডার অভাবে অর্থবহ আলোচনা বা আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের অবশ্যকরণীয় কোনো সুপারিশ এসেছে বলে মনে হয়নি। অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রত্যাশাও জানা যায়নি। এরপরও আশা করি, নির্বাচন কমিশনের এ আমন্ত্রণে বেশির ভাগ ব্যক্তি সাড়া দেবেন এবং অ্যাজেন্ডা ছাড়া এ সংলাপে অন্তত তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরবেন। তবে তাতে নির্বাচন কমিশন কতখানি উপকৃত হবে, তা জানতে সময় লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন