কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিএসসিসির জন্ম নিবন্ধনে অস্বচ্ছতার প্রমাণ মিলেছে: দুদক

বার্তা২৪ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৯:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্ম ও মৃত্যু নিবন্ধনে অস্বচ্ছতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বুধবার (২৩ মার্চ) সহকারী পরিচালক জেসমিন আক্তার ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় ১ এবং ৪-এ জন্মনিবন্ধন ও সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ ঘুষ হিসেবে আদায়ের অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। টিম আগত সেবা প্রার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছে। তাৎক্ষণিক বিষয়গুলো সমাধানের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও