কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন দাড়িওয়ালা পুরুষেই বেশি আকৃষ্ট হন নারীরা?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১০:২৭

হাল ফ্যাশনে পুরুষের মধ্যে বেড়েছে দাড়ির কদর! শুধু পুরুষের ক্ষেত্রেই নয়, বরং নারীর কাছেও দাড়িওয়ালা পুরুষের কদর বেশি। তবে এমনটি নতুন বিষয় নয়, বরং এটি ঘটে আসছে যুগ যুগ ধরে। দাড়ির কদর অতীতেও যেমন ছিল, ঠিক বর্তমানেও তেমনিই আছে।


পুরুষের মুখে দাড়ি হওয়া খুব স্বাভাবিক বিষয়। আর এই দাড়ি রাখার চল প্রাচীন মিশরীয় সভ্যতার উচ্চ পদস্থ পুরুষষের মধ্যেও ছিল। বর্তমানে অনেক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে তারকারাও দাড়ি রাখেন। এ কারণে বিয়ার্ড লুক এখন রীতিমতো চর্চার বিষয়।


১৯৭৩ সালের এক সমীক্ষায় উঠে আসে, দাড়ির কারণে পুরুষের চেহারায় বেশ পরিবর্তন আসে। ফলে ক্লিন শেভডের চেয়ে দাড়িওয়ালা লুকেই বেশি সুন্দর দেখায় তাদের। এতে পুরুষকে আরও পরিণত, প্রভাবশালী, আত্মবিশ্বাসী, সাহসী, উদার, ও পরিশ্রমী বলে মনে হয়।েএমনকি তার চরিত্রে পুরুষালী ভাবও ফুটে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও