কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একমাত্র সন্তানের স্বভাবের সঙ্গে জড়িয়ে নানা মিথ, সত্যি-মিথ্যে জেনে নিন

কোনও স্বামী-স্ত্রী একটি মাত্র সন্তানই রাখতে চায়। কিন্তু তাঁদের পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য জোরজার করতে থাকে। দুটি সন্তান হওয়ার পিছনে নানান কারণও দেখাতে থাকেন তাঁরা। একটি মাত্র সন্তান একাকীত্বে ভুগতে পারে, স্বার্থপর হয়, নষ্ট হয়ে যায় ইত্যাদি এমনই কিছু কারণ ও উদাহরণ দেখিয়ে দ্বিতীয় সন্তানের জন্য পীড়াপীড়ি করেন আত্মীয়-স্বজনরা। একমাত্র সন্তানের সঙ্গে জড়িত এই ধারণাগুলি যে ভুল, তা চারপাশে একবার নজর ঘুরিয়ে দেখলেই বোঝা যায়। একমাত্র সন্তানও ততটাই ভালো বা মন্দ হতে পারে, যতটা দুটি সন্তান একসঙ্গে বড় হলে, ভালো বা মন্দ হওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র সন্তানের সঙ্গে জড়িত কয়েকটি সাধারণ ভুলভ্রান্তি বা মিথ কী কী, তা জেনে নিন—

একমাত্র সন্তানের ক্ষেত্রে এটি সবচেয়ে সাধারণ ভুলভ্রান্তি। আসল সত্যটি হল আমরা প্রত্যেকেই জীবনে কখনও না-কখনও একাকীত্বে ভুগি। নিজের ভাই-বোন বা পরিবারের সঙ্গে থাকা সত্ত্বেও একাকীত্ব আমাদের পিছু ছাড়ে না। একাকীত্ব ও একমাত্র হওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যা সকলে বুঝতে পারেন না। তাই একমাত্র সন্তানকে দেখে সকলে তাদের একা ভেবে নেন। মনে রাখবেন, ভাই-বোন থাকা সত্ত্বেও সন্তান কোনও না-কোনও পর্যায়ে একা হতে পারে। মা-বাবা, বন্ধু, আত্মীয়স্বজন, ভবিষ্যতে জীবনসঙ্গী, তাদের নিজেদের সন্তান তাদের পাশে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন