কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? স্নানের জলে কী মেশালে হবে চটজলদি সমাধান

নিজেকে তরতাজা রাখতে অনেকেই স্নানের জলে মিশিয়ে নেন বিভিন্ন উপাদান। কেউ মেশান এসেনশিয়াল অয়েল। কেউ বা বাজারচলতি বিভিন্ন প্রসাধনী। এক একটি উপকরণের এক এক রকম কাজ। কোনওটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, কোনওটি ত্বকের প্রতিরোধ শক্তি বাড়ায়। এগুলির পাশাপাশি স্নানের জলে মেশাতে পারেন নুন। অবাক হচ্ছেন? স্নানের জলে নুন ব্যবহার করলে শুধু শরীর নয়, তরতাজা হবে মনও।

স্নানের জলে নুন মেশালে কী উপকার পেতে পারেন?

ত্বকের যত্নে

নুন ত্বকের যত্নে বেশ উপকারী। স্নানের জলে নুন মিশিয়ে স্নান করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। নুনে থাকে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেগুলি ত্বকের ক্ষতিগ্রস্থ কোষগুলির নিরাময় করে।

বয়সের ছাপ রোধ করতে

বার্ধক্য স্বাভাবিক এবং অনিবার্য। তবে সময়ের আগেই অনেকের ত্বকেই বয়সের ছাপ পড়ে যায়। ত্বকের অকাল বলিরেখা দূর করতে সহায়ক হতে পারে নুন জল। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও নুন জল বেশ উপকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন