কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাকিব নাটকের শেষ না শুরু?

ফেসবুকে একজন লিখেছেন, ‘ক্রিকেটে পাপন-সাকিব আর শিল্পী সমিতিতে জায়েদ-নিপুণের দ্বন্দ্ব সব সীমা ছাড়িয়ে গেছে। একটি চলছে কয়েক বছর ধরে, আরেকটি কয়েক মাস। কিন্তু দুটি ঘটনাই গোটা জাতিকে বিভক্ত শুধু নয়, বিরক্তও করে যাচ্ছে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। এ দুটি ঘটনাও তিতা শুধু নয় রীতিমতো পচে দুর্গন্ধ বেরুচ্ছে।’

৩৮৬ জন ভোটারের শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে যা হচ্ছে, তা বাড়াবাড়ির সব সীমা ছাড়িয়ে গেছে। এখানে সাধারণ মানুষের কোনো স্বার্থ জড়িত নয়, তবুও মানুষ বিপুল কৌতূহল নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলার আপডেট জানার জন্য অপেক্ষা করে। সিনেমায় দর্শকদের বিনোদন দেওয়ার সক্ষমতা অনেক আগেই হারিয়েছে এফডিসি। সাধারণ মানুষ এখন বিনোদন পাচ্ছে নির্বাচনের ফলাফল ঘিরে নাটকীয়তায়।

তবে সাকিবের সাথে ক্রিকেট বোর্ডের যে চোর-পুলিশ খেলা; তার সাথে গোটা বাংলাদেশের মানুষের আবেগ-ভালোবাসা, স্বার্থ জড়িত। দলমত নির্বিশেষে বাংলাদেশের সবাই চান, সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সব ম্যাচে খেলুন। কারণ বিশ্বের সেরা অলরাউন্ডার দলে থাকলে বাংলাদেশের মনোবল অনেক বেড়ে যাবে। সাকিব দলে থাকা মানে একই সঙ্গে একজন ব্যাটসম্যান এবং বোলার থাকা; একের ভেতরে দুই। শেষ পর্যন্ত সাকিব দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। তবে তার আগে যে নাটক হয়েছে, তা সিনেমাকেও হার মানায়।

একসময় একটা বিজ্ঞাপন প্রচারিত হতো বিভিন্ন টেলিভিশনে, ‘বাংলাদেশের জান সাকিব আল হাসান’। আসলেই সাকিব তার পারফরম্যান্স দিয়ে গোটা বাংলাদেশের জান হয়ে গেছেন। সবাই চান, সাকিব দেশের হয়ে নিজেকে উজাড় করে দেবেন, জয় ছিনিয়ে আনবেন। কিন্তু যখন দেখি সাকিব দেশের হয়ে খেলাটা উপভোগ করছেন না। বরং তার প্রায়োরিটিতে দেশের আগে থাকে আইপিএল, খেলার চেয়ে বেশি মনোযোগ থাকে ব্যবসায়, খেলার বায়োবাবল ভেঙে চলে যান বিজ্ঞাপনের শ্যুটিংয়ে, যখন বলেন বাংলাদেশের হয়ে খেলাটা তিনি আর উপভোগ করছেন না; তখন আমরা শঙ্কিত হই, আমাদের মন খারাপ হয়, আমরা ক্ষুব্ধ হই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন