কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘মানকাড’ থেকে ক্যাচ আউট, ক্রিকেটে একগাদা পরিবর্তন

 ক্রিকেটে ‘মানকাড’ আউট নিয়ে বিতর্ক কম হয়নি। ১৯৪৭ সালে অস্ট্রেলিয়ান ব্যাটার বিল ব্রাউনকে ভারতের ভিনু মানকড় ‘অদ্ভুতভাবে’ আউট করলে শুরু হয় আলোচনা-সমালোচনা। ক্রিকেটে মানকাডিং বৈধ থাকলেও প্রায়ই এর বিপক্ষে কথা ওঠে। এমন তিক্ত-মধুর সমস্যায় পড়া থেকে এবার মুক্তি দিচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ক্রিকেট আইনের প্রবক্তা সংস্থা এমসিসি ‘মানকাড’ আউটকে ‘আনফেয়ার’ থেকে ‘ফেয়ার প্লে’র কাতারে নিয়ে এসেছে। পরিবর্তন এনেছে বলে লালা লাগানোর নিয়মেও। ব্যাটার আউট হওয়ার পর মাঝ ক্রিজের নিয়মও আর থাকছে না। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে। আইনে মানকাডিং অন্তর্ভুক্ত ছিল ৪১ ধারায় (আনফেয়ার প্লে)। সেটাকে রান আউটের মান দিয়ে ৩৮ ধারায় নিয়ে এসেছে এমসিসি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন