কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ ‘সংকেত’

নারী দিবস উপলক্ষে নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ‘সংকেত’ এনেছে মোবাইল অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড। ‘নিরাপত্তা আমার অধিকার’ এই ট্যাগ লাইনে অ্যাপটি আনা হয়েছে।

অ্যাপ ব্যবহারকারীরা বিপদে পড়লে বা বিপদের সম্ভাবনা দেখলেই একটি বাটনে চাপ দিলেই নির্দিষ্ট তিনজনের মোবাইলে বার্তা ও লোকেশন চলে যাবে। একই সঙ্গে ই-মেইলেও চলে যাবে। এভাবে বিপদ থেকে রক্ষায় সহায়তা করবে ‘সংকেত’ অ্যাপ। সফটালজি লিমিটেডের পরিচালক মো. জাকির হোসেন বলেন, আমরা মোবাইলের সুরক্ষা অ্যাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমাদের থিফগার্ড অ্যাপ এরই মধ্যে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ নারী, শিশু কিংবা বয়স্ক সদস্যদের সুরক্ষা দিতে সহায়তা করবে।

তিনি বলেন, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা চলবে আরও কয়েকদিন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন