কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সমতাভিত্তিক সমাজের স্বপ্ন অধরা কেন?

বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও সবাই সমগোত্রীয় নয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশের ক্ষমতায়ন ঘটেছে নিঃসন্দেহে। কিন্তু অনেকেই নানাভাবে অধিকারবঞ্চিত। তাই এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যে যথার্থই বলা হয়েছে 'টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য'।

দু'দিন পরই আমরা ঐতিহাসিক দিবসটি উদযাপন করতে যাচ্ছি। নারী দিবসের প্রতিপাদ্যে ইকুয়ালিটি বা সমতার কথা বলা হয়েছে। প্রাসঙ্গিকভাবে আরেকটি শব্দ বোঝা গুরুত্বপূর্ণ। সেটি হলো ইকুইটি। ইকুইটি মানে জেন্ডার ন্যায্যতা। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় উভয়ই প্রয়োজন। আমরা জানি, উন্নয়ন হলেই হয় না; তা টেকসই হওয়া জরুরি।

বর্তমান প্রজন্মের প্রত্যাশা পূরণের পাশাপাশি যে উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মেরও বেড়ে ওঠার পথ সুরক্ষিত করে; পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি সেই কর্মকাণ্ডই টেকসই উন্নয়ন। নারীর সমতা নিশ্চিত করার মাধ্যমেই টেকসই উন্নয়নের পথ সুগম হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন