কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মোরাল নিয়ে মোড়লিপনা

বছর কয়েক আগে বাংলাদেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক ধানমন্ডি লেকের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দায়িত্বরত একজন আনসার সদস্যের মনে হলো হেঁটে যাওয়া মানুষটির মাথায় কাপড় থাকা উচিত। তিনি হেঁকে বললেন মাথায় কাপড় দেন। এটাই মোরাল নিয়ে মোড়লিপনা। অন্য কেউ হলে হয়তো ভেজালে যেতেন না। সাংবাদিক প্রতিবাদ করেছিলেন। লেখালেখি হয়েছিল বিস্তর কাগজে আর ফেসবুকে। তাই আমরা জানতে পেরেছি। না হলে কেউ জানতেই পারত না।

এটা যে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে তা নয়, যেকোনো শক্তি এটা করতে পারে। করে থাকে। বিকেলে হাওয়া খেতে বেরিয়ে অবসরে থাকা হাউজিং সোসাইটির ‘আঙ্কেল’রা এ রকম করতে পারেন। পথে দেখা হওয়া কিশোরদের সালাম একরামের সহবত শেখানোর চেষ্টা করেন অনেকে। পড়া ধরেন লজ্জা দেওয়ার জন্য। এসব আচরণ একরকমের মোরাল পুলিশিং বা নৈতিকতার মোড়লিপনা। মোরাল বা নৈতিক পুলিশিং অথবা মোড়লিপনা হলো এমন ধরনের আচরণ, যখন কেউ তাদের নিজেদের মনঃপূত মান এবং নীতি ও নৈতিকতার ধারণাগুলো অন্য লোকেদের ওপর চাপিয়ে দেয় এবং তাদের নাগরিক স্বাধীনতা উপভোগের পথে বাধা হয়ে দাঁড়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন