কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নতুন ইসি দেশবাসীর প্রত্যাশা পূরণ করুক

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে অবসান হলো সব জল্পনা-কল্পনার। সম্প্রতি প্রণীত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’-এর আলোকে সরকার গঠিত ছয় সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি সুপারিশকৃত ১০ জনের তালিকা থেকে প্রধানমন্ত্রী কর্তৃক নির্দিষ্ট করা পাঁচজনের একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজনকে অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের প্রস্তাবে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে গঠিত হলো নতুন ইসি।

সিইসি পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত চারজন হলেন-সাবেক দুই সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা এবং ব্রিগেডিয়ার জেনালের আহসান হাবীব খান (অব.)। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক নিয়োগপ্রাপ্ত সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার তাদের কার্যভার গ্রহণের আগে শপথ নিয়েছেন। দেশে এ যাবত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ১৯৯১ সালে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ (জুন), ২০০১ ও ২০০৮ সালে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত অন্যসব জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ছিল না। তাই নবগঠিত ইসি কতটা সুষ্ঠুভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে, তা দেখার জন্য দেশবাসী উন্মুখ হয়ে থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন