কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে হেনস্থার শিকার হলে তার কী প্রভাব হতে পারে

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বা দুদকের একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এই কর্মকর্তা প্রভাবশালীদের কোটি কোটি টাকা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেজন্য তাকে চাকরি হারাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগেও বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের চাকরি হারানো বা হেনস্থা হওয়ার নজির রয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা বলছেন, দুদকের কর্মকর্তাকে বরখাস্তের ঘটনার পর দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সন্দেহ আরো বাড়িয়ে দেবে।

তারা মনে করেন, এ ধরনের ঘটনাগুলো সমাজে নেতিবাচক বার্তা দেয়।

চাকরিচ্যুত হওয়া দুদকের উপ সহকারী পরিচালক শরীফ উদ্দিন নিজেই অভিযোগ করেছেন যে, কোটি কোটি টাকার দুর্নীতির মামলার তদন্ত করে তিনি আমলা, রাজনীতিকসহ প্রভাবশালীদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন, সেজন্য রোষানলে পড়ে তাকে চাকরি হারাতে হলো।

যদিও এসব অভিযোগের সাথে তাকে চাকরি থেকে অপসারণের সম্পর্ক নেই বলে দুদক বলছে।

কিন্তু দুদকের পদক্ষেপ নিয়ে তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন