কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যাত্রীর আসনে কঙ্কাল

ব্যস্ত মহাসড়কের বিশেষ একটি লেন। সেখানে শুধু দ্রুতগতির গাড়ি চলে। নিয়ম হলো ওই লেনে প্রবেশ করতে গেলে গাড়িতে চালক ছাড়া আরও অন্তত একজন আরোহী থাকতে হবে। তা না হলে বিশেষ ওই লেনে গাড়ি নিয়ে প্রবেশ করা যাবে না। আইনের লঙ্ঘন হবে। সেই আইন ভেঙেছেন এক চালক। একা গাড়ি চালিয়ে মহাসড়কের ওই লেনে প্রবেশ করেন তিনি। তবে পুলিশের চোখ ফাঁকি দিতে বিচিত্র এক কাণ্ড ঘটান ওই চালক। প্লাস্টিকের তৈরি একটি কঙ্কালের গায়ে কাপড় পরিয়ে আরোহী সাজান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যান ওই চালক।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হাই–অকুপেন্সি ভেহিকেল (এইচওভি) লেনে ঘটা এ ঘটনা ইতিমধ্যে অনলাইনে সাড়া ফেলেছে। ওয়াশিংটন পুলিশের টহল দল জানায়, শহরের কোল ক্রেক এলাকায় ৪০৫ নম্বর দক্ষিণমুখী ইন্টার সেকশনে এ ঘটনা ঘটেছে। সেখানে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্য রিক জনসন। হঠাৎ তিনি দেখতে পান একটি ব্যক্তিগত গাড়ি দ্রুতগতিতে মহাসড়কের বিশেষ ওই লেন ধরে যাচ্ছে। সন্দেহ হলে গাড়িটি থামার সংকেত দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন