কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিসানকার লড়াই ছাপিয়ে সুপার ওভারে জিতল অস্ট্রেলিয়া

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৩

একাই শ্রীলঙ্কাকে পথের দিশা দিচ্ছিলেন ওপেনার পাথুম নিসানকা। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার দাঁড়ায় ১৯ রান। নিসানকা সাজঘরে ফিরলেও ১৮ রান আদায় করে নেয় তারা। মার্কাস স্টয়নিসের চতুর্থ বলে মাহিশ থাকসিনা ছয় ও শেষ বলে দুশমন্থা চামিরা চার মারলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে এক ওভারের লড়াইয়ে পেরে ওঠেনি লঙ্কানরা। সেখানে নায়ক বনে যান জস হ্যাজেলউড। এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য পেয়ে অনায়াসে জিতল অস্ট্রেলিয়া।


রোববার সিডনিতে রোমাঞ্চকর দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সুপার ওভারে প্রয়োজনীয় ৬ রান অজিরা তাড়া করে ফেলে ৩ বল হাতে রেখে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে পুরো ওভার খেলে সফরকারীরাও ১৬৪ রান তোলে ৮ উইকেট খুইয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও