কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আল্লাহু আকবার বলতে কী বোঝায়

‘আল্লাহু আকবর’ শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করে। মনের ভেতর থেকে ভয়-ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ‘আল্লাহু আকবর’-এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। ‘আল্লাহু আকবার ধ্বনিতে মুমিন সাক্ষ্য দেয় যে তারা সমগ্র জাহানের একমাত্র মালিক প্রবল প্ররাক্রমশালী মহান আল্লাহর বড়ত্ব মনে-প্রাণে বিশ্বাস করে।

‘আল্লাহ’ মানে সত্য উপাস্যের নাম। যিনি সয়ম্ভূ, সদা বিরাজমান, পূর্ণতার সব গুণাবলির উৎস, তিনিই রব, তিনিই স্রষ্টা। ‘আকবার’ মানে সবচেয়ে বড়। সৃষ্টিকূলের সব কিছু তার সামনে ছোট। আলী (রা.) বলেন, ‘আল্লাহু আকবার’ অর্থ হলো, যিনি মর্যাদায় মহান, রাজত্বের শ্রেষ্ঠতম সুলতান। তাঁর চেয়ে সম্মানিত কেউ নেই। তাঁর চেয়ে বড় রাজাধিরাজ কেউ নেই। সব ক্ষমতার উৎস একমাত্র তিনিই।

মহান আল্লাহই তাঁর বান্দাদের তাঁর বড়ত্ব ঘোষণা  করার আদেশ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলো, প্রশংসা আল্লাহরই, যিনি সন্তান গ্রহণ করেননি, তাঁর সার্বভৌমত্বে কোনো অংশী নেই এবং তিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাঁর অভিভাবকের প্রয়োজন হতে পারে; সুতরাং সসম্ভ্রমে তাঁর মাহাত্ম্য ঘোষণা করো। ’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ১১১)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন