কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সারোগেসির সাতপাঁচ

সম্প্রতি মা-বাবা হয়েছেন অভিনয়শিল্পী দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ কিন্তু প্রথাগতভাবে নয়। তারা আশ্রয় নিয়েছেন বিশেষ এক পদ্ধতির, যার নাম 'সারোগেসি।' এরপর থেকেই তুমুল আলাপ-আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এই পদ্ধতিটি ।

সারোগেসি মূলত গর্ভাশয় ভাড়া নেয়ার মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়া। দুইভাবে সারোগেসি করা সম্ভব,

১. যদি মা একেবারেই সমর্থ না হন, সেক্ষেত্রে সারোগেট মা-র ডিম্বাণু ও বাবার শুক্রাণু নিয়ে আলাদাভাবে নিষেক ঘটিয়ে ভ্রুণকে সারোগেড় মা-র গর্ভাশয়ে স্থাপন করা হয়৷ একে বলা হয় 'পার্শিয়াল সারোগেসি।'

২. যদি মা ডিম্বাণু প্রদানে সমর্থ হন, সেক্ষেত্রে বাবার শুক্রাণু ও মার ডিম্বাণুর নিষেক ঘটিয়ে তা সারোগেট মা-র গর্ভাশয়ে স্থাপন করা হয়। একে বলা হয় 'ট্রু সারোগেসি’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন