কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুক্তনীলের মুক্ত বিহঙ্গ

একজন শিক্ষকের রুচিবোধ কতখানি প্রশ্নবিদ্ধ হলে তিনি সন্তানসম শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ উক্তি করেন, তা সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দেখিয়েছেন। একজন ‘শিক্ষক!’ যখন রাতে চলাফেরার সাথে নারীর বিয়ে হওয়া না-হওয়া নিয়ে কুৎসিত বয়ান দেন, যখন কোনো এক বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করেন, তখন আর বুঝতে বাকি থাকে না, কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার পদত্যাগের জন্য এই তীব্র শীত উপেক্ষা করে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম পরিচালনা করছেন। 

শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন শুধু উপাচার্যের পদত্যাগের জন্যেই নয়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী শিক্ষক, প্রভোস্টসহ প্রশাসনের নানা অন্যায়ের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ। এই প্রতিবাদে একঝাঁক তরুণ শিক্ষার্থী আমরণ অনশন পর্যন্ত করেছেন। এই কিছুদিন আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. ইয়াসমীন হক ও জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের অনুরোধে জীবনসংকটে থাকা শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙেন। কিন্তু দাবি-দাওয়া এখনও পূর্ণ হয়নি, তাই শিক্ষার্থীরাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন