কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২০২৫ সালের মধ্যে অপটিক্যাল ফাইবারে যুক্ত হবে প্রতিটি গ্রাম

২০২৫ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবার ক্যাবলে যুক্ত করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ইন্টারনেট ব্যাবহারকে সহজ ও সুলভ করার পাশাপাশি এর সেবাকে পঞ্চম মৌলিক সেবা হিসেবে অন্তর্ভুক্ত করতে আইসিটি সেবাদানকারী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী সোমবার (৩১ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন। গ্রামকে শহরে পরিণত করতে ডিজিটাল ইকোনমির লাইফলাইন হচ্ছে ইন্টারনেট- এমন মন্তব্য করে পলক বলেন, বিদ্যুৎ যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে, সেভাবে প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাই। এজন্য আজ আইসিটি অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে একটি কার্যকরী কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিতে সমন্বয়ক হিসেবে থাকবেন আইএসপিএবি সভাপতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন