কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


Hand Wash on Face: হাত ধোয়ার সাবান দিয়ে মুখ ধুলে কী হয়

সাবান তো সাবানই! এ রকম অনেকেই মনে করেন। তাই ফেসওয়াশ ফুরিয়ে গেলে অনেক সময়েই প্রবণতা দেখা দেয় অন্য কোনও ধরনের সাবান দিয়ে মুখ পরিষ্কার করে ফেলার। কেউ হয়তো বডিওয়াশ ব্যবহার করেন। কেউ বা আর একটু অন্য রকম কোনও সাবান মেখে দেখতে চান। যেমন সবচেয়ে সহজ হল এ ক্ষেত্রে বেসিনের ধারে সাবান রাখার সুন্দর বোতলটি থেকে কিছুটা তরল হাত ধোয়ার সাবান নিয়ে ব্যবহার করা। কিন্তু এতে কি কোনও ক্ষতি হতে পারে?

তার আগে ভাবতে হবে মুখে ফেসওয়াশ ব্যবহার করা হয় কেন? মূলত ত্বকে জমে থাকা ধুলো ও তেল তুলে ফেলার জন্যই। ফেসওয়াশে যতটা পরিমাণ সাবান থাকে, তা-ও মুখের কোমল ত্বক রুক্ষ করে দিতে পারে। সে কারণেই মুখ ধোয়ার পর ভাল ভাবে ময়শ্চারাইজার লাগানোর পরামর্শ দেওয়া হয়। যাতে ত্বকের আর্দ্রতা তখনই ফিরে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন