কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাঠাগারের সাইনবোর্ড দিয়ে সরকারি জমি দখল

‘শেখ রাসেল স্মৃতি পাঠাগার’ নাম ব্যবহার করে সরকারি জমি দখলে নিয়ে চায়ের দোকান দিয়েছেন মো. আয়ুব মৃধা নামের এক ব্যক্তি। এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরখালী মঙ্গলবাড়ীয়া বাজারে।

স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা বলেন, পাঠাগারের নাম থাকলেও সেখানে কোনো বই নেই। সেখানে মাদকসেবীরা আড্ডা দেয়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা বলেন, আয়ুব মৃধা একসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেই সুবাদে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকালে ঠিকাদারের কাছ থেকে পুরোনো কিছু টিন দিয়ে প্রথমে দক্ষিণ চরখালী মঙ্গলবাড়ীয়া বাজারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ঢালে সরকারি আধা শতাংশ জমি দখলে নেন। পরে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের নাম ব্যবহার করে দলীয় লোকজনসহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলে ঘর নির্মাণ করেন।

ওই সাইনবোর্ডে পাঠাগার স্থাপনের তারিখ ২০১৭ সালের ১০ ডিসেম্বর দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন