কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বড় ফাইল রেখেই খালি করুন ফোনের স্টোরেজ

আজকাল অল্পতেই স্মার্টফোনের স্টোরেজ ফুরিয়ে যাচ্ছে। বড় ফাইলগুলোই মূলত স্টোরের জায়গা অনেক বেশি নিয়ে নেয়। অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি।

আর স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলো ৬৪জিবি, ১২৮জিবি, এমনকি ২৫৬জিবি-র স্টোরেজের স্মার্টফোনও নিয়ে আসছে। তাতেও যে খুব উপকার হচ্ছে তা নয়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। সহজ কিছু উপায়ে ফোনে বড় ফাইলগুলো রেখেও যেভাবে স্টোরেজ খালি করতে পারবেন- গুগল প্লে স্টোরগুগল প্লে স্টোরের মাধ্যমে স্টোরেজ খালি করতে পারেন। গুগল প্লে স্টোর থেকেও আপনার ফোনের স্পেস কিছুটা হলেও ফাঁকা করে নিতে পারবেন। এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে আপনার প্রোফাইলের ‘ম্যানেজ অ্যাপস’ অপশনে ক্লিক করুন। আপনার ফোনে যত অ্যাপ রয়েছে, সেগুলো এখানে দেখা যাবে। কোন অ্যাপ বেশি জায়গা নিচ্ছে, দেখে নিন। আবার কোন অ্যাপ আপনি এক্কেবারে ব্যবহারই করেন না, সেটি আন-ইনস্টল করে দিন। গুগল ফাইলস অ্যাপফোনের গুগল ফাইলস অ্যাপটিতে গিয়ে দেখতে পাবেন ভিডিও, ছবি এবং আরও অন্যান্য জরুরি ফাইলস আলাদা আলাদা করে লিস্টিং করা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত ‘লার্জ ফাইলস’ অপশনটি দেখতে পাচ্ছেন, ততক্ষণ সোয়াইপ করতে থাকুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন