কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তদন্ত গতিহীন, গ্রাহকেরা হতাশ

দেশে ই-কমার্স প্রতিষ্ঠানের ‘প্রতারণা’র ঘটনায় যে মামলাগুলো হয়েছিল, তার তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। তদন্ত যে খুব জোরেশোরে চলছে, তা-ও নয়। গ্রাহকেরাও কোনো অর্থ ফেরত পাননি। ইতিমধ্যে পেরিয়ে গেছে চার থেকে পাঁচ মাস।

পুলিশ, বাহিনীটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তথ্য বলছে, ই-কমার্সের নামে প্রতারণা ও অনলাইনে অবৈধ বহুস্তর বিপণন ব্যবসা (এমএলএম) চালিয়ে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৫টি প্রতিষ্ঠানের নামে ৪১টি মামলা রয়েছে। এসব মামলায় আসামি ১১০ জন। এর বাইরে অজ্ঞাতও রয়েছে। গ্রেপ্তার করা হয় অন্তত ৩৬ জনকে।

তদন্ত কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষ না হওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কত টাকা আসলে হাতিয়ে নিয়েছে এবং কত টাকা তারা সরিয়ে নিয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না। ২৯টি মামলা তদন্তের দায়িত্বে থাকা সংস্থা সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান প্রথম আলোকে বলেন, মামলাগুলোর তদন্ত এখন মধ্যম পর্যায়ে রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তথ্য-উপাত্তও সংগ্রহ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন