কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দাম জানতে ‘ইনবক্স প্লিজ’: কৌশল না প্রতারণা?

পুরান ঢাকার গৃহিণী কথাকলি। অবসর সময়টা কাটান ফেসবুকেই। একদিন ফেসবুকের একটি গ্রুপে শাড়ির ছবি দেখে ভীষণ পছন্দ হলো। কিন্তু ছবির সঙ্গে দাম উল্লেখ না থাকায়, সেই পোস্টে কমেন্ট করেন কথাকলি। কিছুক্ষণ পরই তিনি দাম জানতে পারলেন ইনবক্সের মাধ্যমে। তার মতে, ফেসবুকের মতো সহজ মাধ্যমে, পণ্যের দাম জানতে কঠিন গ্যাড়াকলে পড়তে হয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া পূজা একই গয়নার ছবি দেখেছেন বেশ কয়েকটি ইনস্টাগ্রাম আইডিতে।

তবে কেউই পণ্যটির দাম উল্লেখ করেননি। ডিরেক্ট মেসেজে দাম জানান পর পার্থক্যও বুঝতে পেরেছেন। ৫০ থেকে ১২০ টাকা কম-বেশি দাম চেয়েছেন সবাই। তার কাছে মনে হলো, এর ফলে অনেকে ক্রেতাই ঠকছেন। কথাকলি ও পূজা ছদ্মবেশি দুটি উদাহরণ মাত্র—বাস্তবে দেশে অনলাইন ব্যবসা চলছে এভাবেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন