কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


১৭ দিন ধরে ২০ জেলে ভাসছিলেন সাগরে, ফুরিয়ে গিয়েছিল খাবার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজ হয়েছিলেন ২০ জেলে। একসময় ভাসতে ভাসতে তাঁরা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। এক সপ্তাহ চলার মতো যে খাবার ও পানি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, একপর্যায়ে তা ফুরিয়ে যায়। সাগরে ভাসতে থাকার ১৭ দিন পর বাংলাদেশ কোস্টগার্ডের অনুরোধে ভারতীয় কোস্টগার্ড তাঁদের শনাক্ত করে উদ্ধার করে। আজ সোমবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ কোস্টগার্ড ওই জেলেদের তাঁদের ট্রলারমালিক ও স্বজনদের হাতে তুলে দিয়েছে।

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন এই জেলেদের উদ্ধারকাজের বর্ণনা দেন।

২০ জেলে হলেন মো. নজরুল ইসলাম, মো. তাছিন, মো. নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, মো. আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বসর, মো. মোস্তাফিজ, মো. সোলাইমান, মো. আবু জাহের, মো. রিপন ও মো. দেলোয়ার। তাঁদের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে, সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন