কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে প্রবাসী কর্মীদের ভোগান্তির প্রহর

বিডি নিউজ ২৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ০১:২৪

তিনি বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেবেন, মাস শেষে টাকা পাঠালে সংসার চলবে, দেশের রেমিটেন্সের ভাণ্ডার সমৃদ্ধ হবে। কিন্তু কোভিডবিধির এই কঠিন সময়ে সেই প্রবাসী শ্রমিকের বিদেশযাত্রা যেন দীর্ঘ এক ভোগান্তির নাম।


তেমনই ভোগান্তিতে পড়াদের একজন চট্টগ্রামের মো. ফোরকান। দুবাই যাবেন বলে আগেভাগেই এসেছিলেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।


ফ্লাইটের টিকিটের দুর্মূল্যের বাজারে ধার-দেনা করে দুবাইয়ের টিকিট কেটেছিলেন। এ কারণে কোনো ঝুঁকি নিতে চাননি বলে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার ফ্লাইট ধরতে বুধবার রাতের বাসে তিনি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ভোরে ঢাকা বিমানবন্দরে আসেন।


আগেভাগে চলে আসায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিমানবন্দরের সেই ব্যবস্থা না থাকায় ছিলেন আশেপাশেই।


শুধু তিনি নন, খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তির পাশাপাশি খাওয়া নিয়ে বিড়ম্বনার মধ্যেই উড়োজাহাজে সওয়ার হতে হচ্ছে ফোরকানের মত যাত্রীদের।


এরপর আবার কয়েক ঘণ্টার বিমান যাত্রা। এমন ভোগান্তির মধ্যেই প্রবাসে কাজ করতে যেতে হচ্ছে এসব রেমিটেন্স আহরণকারীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও