কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওমিক্রন রোধে জাবির সশরীরে ক্লাস বন্ধ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৪১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চলমান পরীক্ষা, ব্যবহারিক ক্লাস এবং দাপ্তরিক কার্যক্রম সশরীর অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মঙ্গলবার রাতে হল প্রাধক্ষ্য ও ডিনদের এক সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। রহিমা কানিজ বলেন, 'দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও