কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের কথা মনে রেখে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে যেভাবে শপথ নিলেন শাহানা

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসকে বলা হয় মিনি বাংলাদেশ। খাবার-দাবার, পোশাক, মসজিদ-মন্দির, সংগঠন; বাংলাদেশের সবকিছুই মেলে এখানে। ছোটবেলায় সব ধরনের বাজার-সাজার করতে এই জ্যাকসনে হাইটসেই আসতেন শাহানা হানিফ। সেখানে কাজ করা, আড্ডা দেওয়া ও শপিং করতে আসা বাংলাদেশি নারীদের কাছ থেকে নিজের সংস্কৃতি ও পরিচয় সম্বন্ধে গাঢ় ধারনা পান শাহানা। 

কয়েক দশক পর নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নেন শাহানা। কাউন্সিলের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার দিন দেশি সংস্কৃতিকেই আষ্টেপৃষ্ঠে বরণ করে নেন তিনি। 

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়া শাহানা নিজের শেখরের চিহ্ন রাখেন তার পোশাকেই। ২৮ ডিসেম্বর শপথ গ্রহণ করার সময় শাহানার পরনে ছিল আবহমান বাঙালি শাড়ি। 


নারী অধিকারের জন্য কাজ করা শাহানা এক টুইটে জানান, জ্যাকসন হাইটসে কোনো বাংলাদেশী নারীর মালিকানাধীন প্রথম দোকান থেকে এই শাড়ি নিয়েছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন