কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুধু মানুষই নয়, পশুপাখির জন্যও ক্ষতিকর ফানুস-আতশবাজি

www.tbsnews.net সাদিয়া আফরিন শায়লা প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৫:২৯

প্রতি বছরের মতো এবারও দেশের মানুষ নতুন বছরকে বরণ করে নিয়েছে আতশবাজি ফাটানো ও ফানুস উড়ানোর মাধ্যমে। তবে, আনন্দঘন এই রাত কারো কারো জন্য পরিণত হয় বিষাদে। গত রাতে ফানুস উড়ানোর সময় দুর্ঘটনাক্রমে আগুন লাগে রাজধানীর মাতুয়াইলের একটি বাড়ির ছাদে। পরে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, লালবাগ, সুত্রাপূর ও খিলগাঁও এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ উৎসব আয়োজনে ইদানিং ফানুস উড়ানোর যে 'ট্রেন্ড' চলছে তা কিন্তু বেশিদিনের নয়।


বাংলাদেশে উৎসব-আয়োজনে 'স্কাই ল্যানটার্ন' বা ফানুস উড়ানোর চল শুরু হয় বৌদ্ধ-ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা উৎসবের মাধ্যমে। বৌদ্ধধর্ম মতে, আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রাজত্ব, রাজ্য, ভোগ, ধন-সম্পদের মায়া ত্যাগ করে সংসার পরিত্যাগ করেন গৌতম বুদ্ধ। তার মধ্যে বুদ্ধের গুণাবলী রয়েছে কিনা, তা পরীক্ষা করতে নিজের চুলের গোছা কেটে আকাশের দিকে নিক্ষেপ করেন তিনি। ধর্মমতে, সেই চুল দিয়েই স্বর্গে 'চুলামনি চৈত্য' নির্মিত হয়, যার পূজায় নিবেদিত থাকেন স্বয়ং স্বর্গের দেবতারাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও