কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য সুরক্ষা শুধু পাইলট প্রকল্পেই সীমাবদ্ধ না থাকুক

সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্যে ২০১২ সালে প্রণীত ২০ বছর মেয়াদি স্বাস্থ্যসেবায় অর্থায়ন কৌশলপত্র: ২০১২-৩২ অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট টাঙ্গাইলের তিনটি উপজেলায় ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ বা এসএসকে নামে একটি পাইলট প্রকল্প ২০১৬ থেকে বাস্তবায়ন করছে। দারিদ্র্যসীমার নিচের মানুষদের বর্তমানে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। এ প্রকল্পের অধীন নিবন্ধনকৃত প্রতিটি পরিবার বছরে ৫০ হাজার টাকার চিকিৎসাসুবিধা পায়, যা বর্তমানে শুধু ইনপেশেন্ট (হাসপাতালে ভর্তি হয়ে যে সেবা নিতে হয়) সেবার মধ্যে সীমাবদ্ধ।

এ প্রকল্পের সুবিধাভোগীদের স্বাস্থ্যসেবা মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে দেওয়া হয়। তবে জেলা হাসপাতাল রেফারেল সেবা প্রদান করে। রোগের ধরন অনুযায়ী সেবার বিনিময় হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সকে রোগীপ্রতি ৯২৪ থেকে ১৮ হাজার ৬৭৫ টাকা প্রদান করা হয়। এ অর্থ মূলত সুবিধাভোগীর ওষুধ ও রোগনির্ণয়ের সেবা বাবদ ব্যয় করা হয়। তা ছাড়া রেফার্ড রোগীর অ্যাম্বুলেন্সের ব্যয়, রেফার্ড হাসপাতালের সেবার মূল্য, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্যও ব্যয় করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন