কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


স্থাপত্যকলার অনন্যনিদর্শন

শেরপুর জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়ালস্কর গ্রামে গেলে দেখা মিলবে ঐতিহাসিক ঘাগড়ালস্কর খান মসজিদ। চুন-সুরকিতে নির্মিত এ মসজিদের ভেতরে ঢুকলে মনে হবে, আপনি ফিরে গেছেন ২০০ বছর আগের প্রাচীন বাংলায়।

মসজিদের মূল দরজার ওপর খোদাই করা ফলকে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে হিজরি ১২২৮ বা খ্রিষ্টীয় ১৮০৮ সাল; অর্থাৎ এ মসজিদের বয়স প্রায় ২০০ বছর। প্রাচীন স্থাপত্যকলার এক অনন্যনিদর্শন এ ঘাগড়ালস্কর খান মসজিদ। যদিও স্থানীয় ব্যক্তিদের কাছে মসজিদটি খানবাড়ি মসজিদ নামেই বেশি পরিচিত। এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের দৈর্ঘ্য-প্রস্থ উভয় দিকেই রয়েছে ৩০ ফুট। আকারে ছোট হলেও, ইতিহাস আর শৈল্পিকতার বিচারে মসজিদটি বেশ গুরুত্ব বহন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন