কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শুভ জন্মদিন, প্রিয় লেখক!

২০১৯ সালের এপ্রিলের কথা।বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের আমন্ত্রণে শিশুসাহিত্যের ওপর একটি গবেষণাপত্র উপস্থাপন করতে গিয়েছিলাম শান্তিনিকেতনে। মুহম্মদ জাফর ইকবালও গিয়েছিলেন তিন দিনের সেই কনফারেন্সে। অতিথি হয়ে। দ্বিতীয় দিন সন্ধ্যায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা পাঠভবনে পড়ূয়ারা সাহিত্যসভা বসায়। সভায় সভাপতিত্ব করেন মুহম্মদ জাফর ইকবাল। পাঠভবনের শিক্ষার্থীরা বসে তিন লাইনে। তারপর একজন করে আসে। লাইন থেকে। গল্প-ছড়া-কবিতা-গান শোনায়।

স্বরচিত। কখনও রবীন্দ্রনাথের। মাঝেমধ্যে আবার দলবেঁধে নৃত্যও করে। এমন সাহিত্যসভায় আগে কখনও থাকার সুযোগ হয়নি। যে গল্প পড়ে, তার গল্প শেষ হলে সবাই বলে- সাধু সাধু। যার ছড়া-কবিতা, যার গান এবং যার নৃত্য যত ভালো হয়, তার জন্য তত বেশি সাধু সাধু উচ্চারিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন