কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেরুদণ্ডই নতুন কমিশনকে হুদা কমিশন থেকে আলাদা করতে পারে

প্রথম আলো নির্বাচন কমিশন কার্যালয় সোহরাব হাসান প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১৬:৪৫

নতুন নির্বাচন কমিশন গঠনের তোড়জোড় শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। গত রোববার জাতীয় পার্টির নেতারা বঙ্গভবনে গিয়ে তাঁর সঙ্গে কমিশন গঠন, আইন, সার্চ কমিটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সার্চ কমিটির জন্য তিনটি ও নির্বাচন কমিশনের জন্য একটি নামও প্রস্তাব করেছেন। তারা নির্বাচন কমিশনের সদস্য হিসেবে যার নাম প্রস্তাব করেছেন, তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও জাতীয় পার্টির সহাসচিব মুজিবুল হকের স্ত্রী।


এরপর পর্যায়ক্রমে নিবন্ধিত সব দলের সঙ্গেই রাষ্ট্রপতি কথা বলবেন। বিএনপি সার্চ কমিটি নিয়ে আহুত সংলাপের বিরোধিতা করেছে। তাদের দাবি, ২০২৩ সালের নির্বাচন নির্দলীয় সরকারের অধীন হতে হবে এবং নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। তবে তারা এখনো স্পষ্ট করে বলেনি, রাষ্ট্রপতির সংলাপ বর্জন করবেন কি না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেছেন, তাঁরা এখনো রাষ্ট্রপতির কাছ থেকে কোনো আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে সিদ্ধান্ত নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও