কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পেসারদের ছোবলের পর মুরাদের স্পিনে জয়ের পথে মধ‍্যাঞ্চল

প্রথম ইনিংস লিড নিলেও সুবিধা কাজে লাগাতে পারেননি ইসলামী ব‍্যাংক পূর্বাঞ্চলের ব‍্যাটসম‍্যানরা। পেসারদের চমৎকার বোলিংয়ের পর হাসান মুরাদের স্পিনে লক্ষ‍্যটা দুইশ রানের নিচেই রেখেছে ওয়ালটন মধ‍্যাঞ্চল। শেষ সেশনের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে মোহাম্মদ মিঠুন ও সৌম‍্য সরকার ব‍্যবধান কমিয়ে এনেছেন অনেকটাই।বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) টানা দ্বিতীয় জয়ের জন‍্য শেষ দিনে ১১২ রান চাই মধ‍্যাঞ্চলের। প্রথম জয়ের জন‍্য পূর্বাঞ্চলের নিতে হবে আরও ৯ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে মধ‍্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। ৪২ রানে ব‍্যাট করছেন মিঠুন। সৌম‍্য খেলছেন ৩৩ রানে। ১৯৯ রানের লক্ষ‍্য তাড়ায় শুরু থেকে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন দুই ওপেনার মিজানুর রহমান ও মিঠুন। ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে ওভার প্রতি ছয়ের বেশি রান তুলছিলেন তারা। তবে বড় হয়নি তাদের জুটি। মোহাম্মদ এনামুল হকের বলে মিজানুর এলবিডব্লিউ হলে ভাঙে ২৫ রানের জুটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন