কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোলাপিতে পুরুষও সুদর্শন

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭

সামাজিকভাবে আরোপিত বিভিন্ন ধারণায় নারী আর পুরুষের জন্য অনেক কিছু ঠিক করে দেওয়া আছে। বাণিজ্যিক সফলতার জন্যও নারীদের রং গোলাপি আর পুরুষের রং নীল, মেয়েশিশু আর ছেলেশিশুর আলাদা খেলনা—এভাবে ঠিক করে দেওয়া। তা না হলে ছেলের জন্য যে গাড়ি কেনা হয়েছে, মেয়ের জন্য সেটিতেই চলে যেত; আলাদা করে পুতুল কিনতে হতো না। তাতে ক্ষতি হতো ব্যবসার! রঙের পেছনে অবশ্য একটা ঐতিহাসিক বাস্তবতা আছে।


পুরুষের চেয়ে নারীরা রঙের বৈচিত্র্য চেনায় বেশি পারদর্শী। কেননা, প্রাচীনকালে পুরুষেরা শিকারে যেত, আর নারীরা কৃষিকাজ করত। কোন ফসল পাকলে কী রং হয়, কোন ফল কী রং ধারণ করলে খাওয়ার উপযোগী হয়, এসব নারীরা দেখত। কিন্তু এখন নারী আর পুরুষ সেই আদ্যিকালের বেঁধে দেওয়া ‘জেন্ডার রোল’ ভেঙে স্বাধীন জীবন যাপন করতে চায়। তাই ‘জেমস বন্ড’ও ক্যারিয়ারের এ রকম গুরুত্বপূর্ণ আয়োজনে বেছে নেন গোলাপিকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও