কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের খোঁজে

আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আর অর্ধশতাব্দী পরে তা মনে হয় পাতালগামী হয়ে পড়েছে। যে কারণে আজ বিবর্ণ বাংলাদেশের চেহারা নিয়ে আমাদের স্বাধীনতার ৫০ বছরপূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করতে হচ্ছে। এ দীর্ঘ সময়ে আমাদের বস্তুগত বিস্তৃত আকার আয়োজন, ইট-কাঠ- পাথরের নানা ধরনের ছোট-বড় স্থাপনা, আন্তর্জাতিক মানের তুলনায় ব্যয়বহুল দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড মাথা তুলে দাঁড়িয়েছে। অন্যদিকে, মানবতা, মানবিক মর্যাদা, মনুষ্যত্ববোধ, সামাজিক দায়বোধ, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা-গণআকাঙ্ক্ষা মাথা নিচু করে হুমড়ি খেয়ে পড়ছে নিত্যদিন।

আমাদের মুক্তিযুদ্ধ ছিল নিরস্ত্র জনগণের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এক বিরল ঐতিহাসিক জনযুদ্ধ। যে চেতনা তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালি-আদিবাসী জনগোষ্ঠীকে জীবন উৎসর্গীকৃত মনোভাবে জাগিয়ে মুক্তিযুদ্ধে এক মন এক প্রাণে দাঁড় করিয়েছিল, তা গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রিটিশ-পাকিস্তান ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে করতেই আমাদের স্বাধীনতার বোধ তৈরি হয়েছিল। সাম্রাজ্যবাদী লুণ্ঠন ও শোষণের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে করতেই শোষণমুক্তি তথা সাম্যের ধারণা এসেছিল। পরাধীন দেশের মানুষকে মানুষ হিসেবে জ্ঞান না করা, অবজ্ঞা করার বিরুদ্ধে দাঁড়িয়েই মানবিক মর্যাদার সন্ধান এ ভূখণ্ডের মানুষ পেয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন