কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নর্থ সাউথের সব নথি চায় দুদক

দেশের শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে সব নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা দুর্নীতি তদন্তে সোমবার তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছে দুদক। তদন্ত দলের সদস্যরা হলেন উপপরিচালক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফয়সাল এবং সহকারী পরিচালক সাইফুল ইসলাম। অনুসন্ধান ও তদন্ত পরিচালক (২) সৈয়দ ইকবাল হোসেনকে তদন্তের তদারকের দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, স্ত্রী স্বজনদের চাকরি দেয়ার নামে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয় ও অবৈধভাবে বিলাসবহুল বাড়ির ব্যবহার এবং বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার আড়ালে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে এসব নথি তলব করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন