কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


চীনের সঙ্গে ‘গোপন সমঝোতায়’ ছিলেন অ্যাপলের টিম কুক

অ্যাপলকে তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের দোরগোড়ায় নিয়ে এসেছেন প্রধান নির্বাহী টিম কুক। এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা রেখেছে চীনের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কুকের ‘সক্ষমতা’। কিন্তু সাম্প্রতিক এক সংবাদ প্রতিবেদন বলছে, এতোদিন আদতে চীনের সঙ্গে ‘গোপন সমঝোতায়’ ছিলো অ্যাপল ও টিম কুক। 

চীনের কাছ থেকে ২০১৪ এবং ২০১৫ সালে দুটি ‘অদ্ভুত’ অনুরোধ পেয়েছিল অ্যাপলের ম্যাপস টিম। ম্যাপ থেকে জুম আউট করার পরেও বিতর্কিত মালিকানার দ্বীপগুলো যেন বড় দেখায় সেই ব্যবস্থা করার অনুরোধ করেছিল চীন।‘দ্য ইনফর্মেশন’র প্রতিবেদন অনুসারে, পরবর্তীতে অ্যাপল শুধু চীনের ওই অনুরোধ মেনেই নেয়নি, এখনও চীনের ভূখণ্ড থেকে কেউ অ্যাপলের ম্যাপসে দ্বীপগুলো দেখতে চাইলে আশপাশের সবকিছুর থেকে আকারে বড় করে দেখানো হয় দ্বীপগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন