কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


Makeup products: রূপের পাশাপাশি রূপটানের সরঞ্জামও দীর্ঘস্থায়ী করবেন কী ভাবে

এখনকার নারীর বিশেষ বন্ধু কে— এই প্রশ্ন করলে মুখে যে যা-ই বলুন না কেন, মহিলাদের অন্তত নিজের রূপটানের সরঞ্জামের কথা মনে পড়তে বাধ্য। কত যুগ আগে বৈষ্ণব কবি পর্যন্ত বলে গিয়েছেন, ‘রূপ লাগি আঁখি জুরে, গুণে মন ভোর...’।


ফলে বোঝাই যাচ্ছে যে, রূপচর্চাও কিন্তু প্রায় হাজার বছরের ঐতিহ্য বয়ে নিয়ে আসছে। আর এখন তো বাজারের বিভিন্ন নামী-দামি সংস্থার প্রসাধনীই রূপচর্চার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অল্প কাজলের ছোঁয়ায়, তুলির ট‌ানে যে কেউ হয়ে উঠতে পারেন অপরূপা। কিন্তু রূপের পাশাপাশি রূপটানের সরঞ্জামও যাতে দীর্ঘস্থায়ী হয়-সে দিকে নজর না দিলে কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যেতে পারে শখের সব প্রসাধনী। অথচ একটু চেষ্টাতেই রূপটানের সরঞ্জামকেও দীর্ঘস্থায়ী করে ব্যবহার করা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন