কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়া যে কারণে চীনের সঙ্গে একত্র হয়েছে

সম্প্রতি রাশিয়া ও চীনের সামরিক বাহিনী ও যুদ্ধবিমানের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট খোলার চেষ্টার অংশ ছিল মহড়াটি। ইন্দো-প্যাসিফিক উপকূল, দক্ষিণ চীন সাগর ও জাপান সাগরের ওপরে বর্তমানে বৈশ্বিক মনোযোগ রয়েছে। প্রতিনিয়ত এ অঞ্চলে উত্তেজনা বাড়ছেও।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা দূর করার নানা উদ্যোগের অন্যতম সঙ্গী জাপান। সেসব উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে, চীনের বিরুদ্ধে পিআরএসএম ক্ষেপণাস্ত্রব্যবস্থা গড়ে তোলা। রাশিয়ার বিরুদ্ধেও এটি ব্যবহারের উদ্দেশ্য রয়েছে। জাপানে মার্কিন সেনাদের উপস্থিতি, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং এফ-৩৫-এস বিমান রাশিয়ার জন্য উদ্বেগের কারণ। তবে জাপানকে প্রতিদ্বন্দ্বী মনে করে না রাশিয়া। জাপানে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, চীনের সঙ্গে রাশিয়ার এ সামরিক মহড়ার উদ্দেশ্য হচ্ছে জাপানে থাকা যুক্তরাষ্ট্রের বাহিনীকে ঠেকানো। জাপানের বিরুদ্ধে এ মহড়া নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন