কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শরণার্থীদের সঙ্গে নিয়েই হোক সবুজ বাংলাদেশ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা ও জনসংখ্যার ঘনত্বের কারণে দেশটি ঘূর্ণিঝড়, বন্যা ও সাগরের উচ্চতা বৃদ্ধির মতো নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু বেশিই ঝুঁকিতে রয়েছে। এরপরও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সফলতার এক অনন্য উদাহরণ বাংলাদেশ। এখানে মানুষ প্রতিনিয়তই আরও বেশি সচেতন হচ্ছে; আছে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিনিয়োগ।

কক্সবাজারে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থীশিবিরে ৩৪টি ক্যাম্পে ১০ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। এত বড় শরণার্থীশিবিরের কারণে পরিবেশগত কিছু ঝুঁকি রয়েই যায়। ২০১৭ সালে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় হয় একটি ন্যাচারাল ফরেস্ট রিজার্ভ, অর্থাৎ প্রাকৃতিক বনের মধ্যে। ছয় হাজার বর্গমিটার বিস্তৃত এলাকাটি। অতি স্বল্প সময়ে অভূতপূর্বভাবে বিপুলসংখ্যক শরণার্থীর আগমনের পর তাদের আশ্রয় দিতে প্রচুর গাছপালা কেটে ফেলতে হয়েছিল। পাশাপাশি শরণার্থীদের প্রতিদিনের রান্নার জন্য লাকড়ির প্রয়োজন ছিল। ফলে প্রতিদিন প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছিল। এতে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস ও বন্যার মতো সমস্যার ঝুঁকি বাড়তে থাকে। এর সঙ্গে আছে বাংলাদেশ ও এ অঞ্চলের প্রধান পরিবেশগত চ্যালেঞ্জ—বন উজাড় হয়ে যাওয়া বা ডিফরেস্টেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন