কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ১৫:৪৫

করোনার কারণে দীর্ঘদিন চাকরিতে নিয়োগ বন্ধ থাকার পর যখন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে, তখন জালিয়াত চক্রের প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার উদ্বেগজনক খবর এসেছে সংবাদমাধ্যমে। রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এ জালিয়াতি ধরা পড়ার পর বাংলাদেশ ব্যাংক পরীক্ষা বাতিল করে দিয়েছে। আরও একাধিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু তাদের এসব মৃদু পদক্ষেপ লাখ লাখ চাকরিপ্রার্থীর উদ্বেগ-উৎকণ্ঠা কমাতে পারবে কি?


প্রথম আলোর খবরে বলা হয়, গত শনিবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ১ হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়। আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এ পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এ পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে স্পষ্ট যে এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মীরাই জালিয়াতির পথঘাট দেখিয়ে দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও